প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে অসহনীয় গরম, যেমন থাকবে শনিবারের আবহাওয়া

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ণ
সিলেটে অসহনীয় গরম, যেমন থাকবে শনিবারের আবহাওয়া

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে শুক্রবারও ছিল অসহনীয় গরম। সারাদিনে দু’একবার মেঘের আড়ালে সূর্য লুকালেও কাজের কাজটি হয়নি। বৃষ্টির জন্য অপেক্ষা যেনো আর ফুরাচ্ছেইনা।
অথচ আবহাওয়ার পূর্বাভাসে প্রতিদিন বলা হচ্ছে সিলেটের কোনো কেনো স্থানে বৃষ্টি হতে পারে।

Manual7 Ad Code

শুক্রবার (১৩ জুন) সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা কম ছিল। আগের দিন বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Manual8 Ad Code

এদিকে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডে পরিবর্তন হয়েছে বড়োসড়ো। মানে বেড়েছে। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস!

Manual8 Ad Code

এ অবস্থায় বলতে গেলে জনজীবনে রীতিমতো হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। বাড়ছে রোগজীবানুর প্রকোপ। এমনিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক বিরাজ করছে সারাদেশে। তার উপর গরমজনিত নানা রোগের উপদ্রবও বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জীবন এখন বেশ হুমকিতে পড়েছে।

Manual6 Ad Code

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবেনা। তবে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা হলেও হ্রাস পেতে পারে।

আর বৃষ্টির বিষয়ে তারা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code