প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এক মঞ্চে সিলেট বিএনপি!

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ণ
এক মঞ্চে সিলেট বিএনপি!

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
শুক্রবার সিলেট সফর করে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন।দলের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ মেটাতে ঐদিন ক্ষুদ্র পরিসরে সিলেটে ছিল দলীয় এক বৈঠক।এই বৈঠকে দলকে আরো শক্তিশালী করতে শীর্ষ পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন ডা. জাহিদ।

Manual6 Ad Code

তাঁর এই নির্দেশনার ঠিক এক দিন পরই সিলেটে দেখা গেল ঐক্যবদ্ধ বিএনপি। শনিবার (১৪ জুন) সিলেটের ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এক মঞ্চে ছিলেন সিলেট বিএনপির শীর্ষ নেতারা। নগরের বারুথখানায় বিকেলে একটি হলে অনুষ্টিত হয় এই বৈঠক। তবে, শুধু মাত্র সিলেটের ৩-৪ জন কেন্দ্রীয় নেতাকে উপস্থিত দেখা যায়নি। তাঁদের মধ্যে কেউ বিদেশে কেউ অসুস্থ আবার কেউ ব্যক্তিগত কাজে থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। এক প্রশ্নের জবাবে সিলেটভিউকে তিনি জানান, দলে কোন বিবেদ নেই, দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবসময় এক।

মূলত ২৮ জুন সিলেট সফর করার কথা রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী’র। ঐদিন তিনি সিলেটের ব্যবসায়ীদের সাথে এক সভায় মিলিত হবেন। এতে তিনি শুনবেন সিলেটের ব্যবসায়ীদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ। সিলেটে তাঁর এই সফর উপলক্ষ্যে শনিবার ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজন করা হয় এক বৈঠক। এই বৈঠকে এক ব্যবসায়ী নেতা তাঁর বক্তব্যে বিএনপির শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখে অভিনন্দনও জানান। এতে মুহুর্মুহু করতালি দেন উপস্থিত সকলেই।

Manual1 Ad Code

ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর পাশেই বসা ছিলেন চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্টানের ফাঁকে ফাঁকে তাঁরা একে অপরের সাথে কানে কানে আলাপ করছিলেন। এতে সবার চোখ যায় তাঁদের দিকে। উপস্থিত অনেকেই এটাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করতে দেখা গেছে। বিগত দিনগুলোতে দলের কেন্দ্রীয় কোন কর্মসূচি ছাড়া খুব কমই এক মঞ্চে দেখা যেত সিলেট বিএনপির শীর্ষ নেতাদের। কিন্তু শনিবার ছোট্র এক বৈঠকে সিলেট বিএনপির শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখা গেল। এতে করে প্রশংসায় ভাসছে সিলেট বিএনপির নাম। নেটিজেনরা ফেসবুকে ছবি শেয়ার দিয়ে বলছেন, শীর্ষ নেতাদের এক মঞ্চে বসা নিশ্চয়ই ইতিবাচক।

Manual6 Ad Code

শনিবার এই বৈঠকে দলের দুই উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code