প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের ‘মদদে’ ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের ‘মদদে’ ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল

Manual3 Ad Code

ডিজিটাল ডেস্ক :
ইরানজুড়ে গত শুক্রবার (১৩ জুন) আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনা ঘাঁটি ও বেশকিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এসব হামলায় ইরানে দুই শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ২০ জন কমান্ডার রয়েছেন। এ ছাড়া ইরানের ১২ জন পরমাণুবিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে।

Manual5 Ad Code

উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

Manual1 Ad Code

এরইমধ্যে রোববার সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের এই অভিযান কয়েক সপ্তাহব্যাপী চলবে। এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনে চলবে বলে সূত্রের বরাতে নিশ্চিত করেছে সিএনএন।

হোয়াইট হাউজ ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে, শুধু কয়েকদিন নয়, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযান চলবে এবং এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদদে।

ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘প্রাইভেট’ আলোচনায় কয়েক সপ্তাহব্যাপী এই অভিযানের বিষয়ে কোনো আপত্তি জানায়নি।

Manual7 Ad Code

এ ছাড়া হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, প্রশাসন ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে অবগত এবং পরোক্ষভাবে সমর্থন করছে। কতদিন ধরে এই সংঘাত চলতে পারে- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন, এটি ইরানের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।

Manual2 Ad Code

তিনি আরও বলেছেন, ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code