প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই : বন্ধুসহ গ্রেফতার ২

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ণ
সিলেটে ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই : বন্ধুসহ গ্রেফতার ২

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
নগরীর কাজিরবাজারের সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেনের ম্যানেজার জয় ছিনতাইর শিকার হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার পর দক্ষিণ সুরমার তেতলি বাইপাস এলাকায় এ ছিনতাইর ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

এ ঘটনায় একটি মোটরসাইকেল ও ছিনতাইকৃত ৮ লাখ টাকা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সিলেটের কোতয়ালী থানার বাসিন্দা এবং ও ব্যবসায়ীর বন্ধু জুবেল আহমদ এবং বাহারুল নামে আরো একজন। এ ব্যাপারে ইসমাইল হোসেন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

সূত্র জানায়, সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাংলাবাজারের এক ব্যবসায়ীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য বন্ধু জুবেল ও ম্যানেজার জয়কে শুক্রবার সন্ধ্যার পরে পাঠান।

Manual6 Ad Code

জুবেল ম্যানেজার জয়কে মোটরসাইকেলযোগে বাংলাবাজারের উদ্দেশ্যে না নিয়ে দক্ষিণ সুরমার চন্ডীপুল পার হয়ে তেতলি বাইপাস রোডের দিকে নিয়ে গেলে ২টি মোটরসাইকেলে ৪ জন এসে গতিরোধ করে মারধর করে সাথে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তেমুখি বাইপাস রোডের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ম্যানেজার জয় তাৎক্ষনিক তার মালিক ইসমাইল হোসেনকে অবগত করলে ইসমাইল হোসেন লোকজনকে নিয়ে সাথে সাথে বরইকান্দি টেকনিক্যাল রোডের দিকে আসলে ছিনতাইকারীদের ২টি মোটরসাইকেলে টাকার ব্যাগসহ দেখতে পান। তখন ব্যবসায়ী ইসমাইল হোসেন এর চিৎকারে জনসাধারণ এগিয়ে এসে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় তার সাথে থাকা ছিনতাইয়ের ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়ছে। ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code