প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে!

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ
জকিগঞ্জে বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে!

Manual7 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে বিয়ের আনন্দ ঘিরে ধরল মৃত্যুর বিষাদে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আত্মীয় স্বজনরা নববধূ নিয়ে মাইক্রোবাস চেপে হৈ চৈ করে বাড়ি ফেরার পথে হৃদয়বিদারক এক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুতে সবকিছু ওলট-পালট করে দিয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সোনাসারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার মানিকপুর ইউপির বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিলো।

সেন্টারের আনুষ্ঠানিকতা সেরে বর-কনের গাড়িতে চেপে আত্মীয় স্বজনরা নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে কসকনকপুর ইউপি এলাকায় পৌঁছার পর জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ইউনিয়ন অফিস বাজারের নিকটে বর-কনের মাইক্রোবাস গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ইজিবাইক চালক শাহাবুদ্দীন (৪৮)। ভয়াবহ দুর্ঘটনায় বর-কনের গাড়িতে থাকা নারী, শিশু, পুরুষ, বর-কনে মিলিয়ে প্রায় ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সকালে আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মুরসালিন নামের তিনমাস বয়সী শিশু চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে মারা যায়। ওই দিন দুপুর আড়াইটার সময় শিশুটির গ্রামের বাড়ি শাহজালালপুর (পুরকায়স্থবাড়ি)’র সামনে জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত শিশু জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর (পুরকায়স্থ বাড়ি) গ্রামের ছাব্বির আহমদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মামা’র বিয়ের অনুষ্ঠানে মায়ের কোলে বসে কমিউনিটি সেন্টারে এসেছিলো শিশু আব্দুল্লাহ আল মুরসালিন। আনুষ্ঠানিকতা শেষে বর-কনের গাড়িতে চেপে আত্মীয় স্বজনরা নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মায়ের সঙ্গে শিশু মুরসালিনও গুরুতর আহত হয়েছিলো। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Manual6 Ad Code

এদিকে, নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যুর ঘটনায় বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের বিয়ে বাড়ির সব আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। বিয়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে স্বজন আর পাড়া-প্রতিবেশীর মনে যখন আনন্দ আর উৎসবের ঘনঘটা। তখনই নেমে এলো অমানিশার অন্ধকার। বর্ণিল উৎসবে শুরু হলো শোকের মাতম! বিয়ে বাড়িতে চলছে আহাজারি। আশপাশ এলাকার লোকজনও তাদের শোকে স্তব্ধ হয়ে গেছেন।

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, মর্মান্তিক দুর্ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। তবে কেউ লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। নিহতদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code