প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে গরম বাড়ছে, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহওয়া

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ণ
সিলেটে গরম বাড়ছে, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহওয়া

abhaoa

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে এবার বর্ষায় তেমন একটা বৃষ্টি ঝরছেনা। তাই প্রতিদিন একটু একটু করে গরম বাড়ছে। তবে মঙ্গলবার দিবাগত রাতে প্রায় ৪৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। আর বুধবার (২৫ জুন) বৃষ্টি ঝরেছে মাত্র শূণ্য দশমিক ৬ মিলিমিটার। অথচ আকাশে কিন্তু ঠিকই মেঘোর ঘনঘটা আছে।

Manual7 Ad Code

এ অবস্থায় প্রতিদিনই একটু একটু তাপমাত্রা বাড়ছে। বুধবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন মঙ্গলবার (২৪ জুন) সিলেটের সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তার আগের দিন সোমবার (২৩ জুন) সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তামপাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বৃহস্পতিবার দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস। তারা জানায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Manual7 Ad Code

আর আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির বিষয়ে তারা জানিয়েছে, সিলেট অঞ্চলের কোনো কোনো এলাকায় বজ্রসহ হাল্কা আর কোথাও কোথাও ভারী বা মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code