প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ
সিলেটে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় সিলেটে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা ১টায়।

Manual8 Ad Code

সারাদেশে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এবার পরীক্ষার্থী গতবারের চেয়ে ৮১ হাজারের বেশি কমেছে। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর বোর্ডের অধীনে ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অথচ ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন ৮৩ হাজার ১৩১ জন শিক্ষার্থী।

Manual7 Ad Code

অর্থাৎ, এসএসসি পাস করা প্রায় ১৩ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যন্ত পৌঁছাতে পারেননি—যা শিক্ষাব্যবস্থার জন্য একটি উদ্বেগজনক চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যান সামাজিক, অর্থনৈতিক ও মানসিক নানা চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।

Manual5 Ad Code

শুধু তাই নয়, ২০২৪ সালের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৪৮২ জন। গত বছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ১৬৫ জন, আর এবারে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬৮৩ জনে। এরআগে ২০২৩ সালে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৮৩ হাজার ১২৩ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৬৮ এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫। এবছর বিভাগভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৬৮, মানবিকে ৪৭ হাজার ৫৪২ ও ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশ নেবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code