প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘পারিবারিক কলহে’ প্রাণ দিলেন সিলেটের নিশাত

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ণ
‘পারিবারিক কলহে’ প্রাণ দিলেন সিলেটের নিশাত

Manual2 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেট নগরীর বালুচর এলাকায় এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা এই ঘটনা ঘটে। নিহত ওই যুবতী সিলেটের জকিগঞ্জ থানাধীন পরচক এলাকার শফি আহমদ চৌধুরীর স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরী (৩০)। সাংসারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বর্তমানে সিলেটের শাহপরাণ থানাধীন ৩৬ নং ওয়ার্ড বালুচর, আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলের ভাড়ায় থাকতেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শফি আহমদ চৌধুরী ও তার স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ চলছে। সিলেটের শাহপরাণ থানাধীন ৩৬ নং ওয়ার্ড বালুচর, আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলের ভাড়ায় থাকতেন তারা। পারিবারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা নিশাত ফাতিমা চৌধুরী জানালার গ্রিলে ওড়না দিয়ে গলায় পেচিয়ে ফাঁস লাগেন। ৯৯৯ কল পেয়ে পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Manual7 Ad Code

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নগরীর বালুচরের একটি বাসা থেকে ২ সন্তানের জননী নিশাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code