প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে সুন্দরবন কুরিয়ারে গিয়ে আটক ৩ : আন্ডারগার্মেন্টসের নিচে মাদক

editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ণ
সিলেটে সুন্দরবন কুরিয়ারে গিয়ে আটক ৩ : আন্ডারগার্মেন্টসের নিচে মাদক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাঠাতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছে তিনজন মাদক চোরাকারবারি। কৌশল হিসেবে তারা বাচ্চাদের পায়জামা ও আন্ডারওয়্যারের ভেতরে মাদক লুকিয়ে পার্সেল করার চেষ্টা করছিল।

Manual8 Ad Code

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই রাত পৌন ১০টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালায় সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে। এ সময় তিনজন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদকের চালান পার্সেল করতে এসেছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ব্যক্তিদের দেখানো মতে তাদের সঙ্গে থাকা প্লাস্টিক বস্তার ভেতর আন্ডারওয়্যার ও বাচ্চাদের পায়জামায় বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কুশিয়ারা গ্রামের মো. মোতালিবের ছেলে মো. আরমান (৩৪), শাসনের বাগ গ্রামের মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদিম মিয়া (৪১), মো. নান্নু মিয়ার ছেলে মো. ইমন (২৭)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code