প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি’

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ
‘সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি’

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:
জুলাই আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো শিল্পীদের সংগঠিত করে রাজপথে আন্দোলন মুখর ছিলেন তিনি, তুলে ধরেছেন জনগণের কণ্ঠস্বর।

Manual5 Ad Code

গত বছরের ৫ই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আজকে এক বছর পার হয়েছে সেই দিনটির। এই আগস্টের শুরু থেকেই নিজের সামাজিক মাধ্যমে আন্দোলনের নানা স্মৃতি আর অভিজ্ঞতা শেয়ার করছেন বাঁধন। বিশেষ করে ৫ আগস্ট ২০২৪—এই দিনটির প্রতি তার আবেগ ও স্মৃতিচারণ ছিল চোখে পড়ার মতো।

Manual4 Ad Code

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪-এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল! কী এক অভিজ্ঞতা! এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।

Manual3 Ad Code

এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্ট দেন তিনি। তাতে তিনি জানান, ৫ আগস্টের দুপুরে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।

Manual2 Ad Code

তিনি লেখেন, যখন খবর ছড়িয়ে পড়ে, শেখ হাসিনা পালিয়ে গেছেন—জনতার গর্জনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তখন যে উল্লাস, যে বিস্ফোরণ জনতার মাঝে দেখা গিয়েছিল, তা আমি জীবনে কখনো দেখিনি। বাসায় বসে, অফিস থেকে বা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এই অনুভূতি বোঝা যাবে না। এটা বুঝতে হলে আপনাকে সেখানে থাকতে হতো।

তিনি আরও লেখেন, পুরো জাতি একসঙ্গে জেগে উঠেছিল। কেউ কেঁদেছে, কেউ হেসেছে, কেউ নেচেছে, কেউ স্লোগান দিচ্ছিল। বাতাসে ছিল স্বাধীনতার বিদ্যুৎ। সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমি বাংলাদেশের মানুষদের নিয়ে গর্বিত। কী এক বিজয়! কী এক অসাধারণ সাফল্য!

উল্লেখ্য, আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীকালে নানা সময়ে রাজপথ ও অনলাইন মাধ্যমে সক্রিয় ভূমিকায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। সেই স্মৃতিই এখন গর্বের অধ্যায় হয়ে রয়ে গেছে তার মনে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code