প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার : মৃত্যু নিয়ে রহস্য

editor
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ণ
জকিগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার : মৃত্যু নিয়ে রহস্য

Manual8 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা রাতের দিকে স্থানীয়রা ডোবাটিতে লাশটি ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়।

Manual2 Ad Code

পরে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বুধবার ভোরে এ প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় সনাক্ত করা যায়নি। লাশ উদ্ধারের পর থেকে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

জানা গেছে, লাশটি উপুড় হয়ে পানিতে পড়ে ছিল এবং ফুলে গিয়েছিল। প্রাথমিকভাবে তার কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও পুলিশ রহস্যজনক মৃত্যার বিষয়টি মাথায় রেখে তদন্ত শুরু করেছে।

Manual4 Ad Code

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশটি অনেকটা বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। থানার পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।’ তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code