প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশে গণতন্ত্রবিরোধী কার্যক্রম সহ্য করা হবেনা: বিয়ানীবাজারে যুবদলের কর্মীসভায় নেতৃবৃন্দ

editor
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ণ
দেশে গণতন্ত্রবিরোধী কার্যক্রম সহ্য করা হবেনা: বিয়ানীবাজারে যুবদলের কর্মীসভায় নেতৃবৃন্দ

Manual2 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এখন আর শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক শক্তি। আমরা রাষ্ট্রের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি পরিবর্তনের রূপরেখা। এই লক্ষ্য অর্জনে যুবদলের তৃণমূল কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, তৃণমূল সংগঠনকে শক্তিশালী না করতে পারলে রাজপথে সফল হওয়া যাবে না। নতুন নেতৃত্বে বলিষ্ঠ ও সক্রিয় কমিটি গঠন করাই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি বুধবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিয়ানীবাজার উপজেলা এবং পৌর যুবদলের নতুন কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, আসুন আমরা সবাই মিলে বিভক্তি নয়, ঐক্যবদ্ধ যুবদল গড়ে তুলি। সামনে কঠিন সময় আসছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের প্রতিটি স্তরে সৎ, দক্ষ ও সাহসী নেতার প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে।

Manual7 Ad Code

বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষের পরিচালনায় উপজেলা পরিষদের হলরুমে এবং পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দোলনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক নজমুল হোসেনের পরিচালনায় স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে পৃথকভাবে আয়োজিত কর্মীসভায় তারা এসব কথা বলেন।

Manual5 Ad Code

উপজেলা ও পৌর যুবদলের কর্মীসভা উপলক্ষে বুধবার সকাল থেকে পৌরশহরে পদপ্রত্যাশী নেতৃবৃন্দ পৃথকভাবে শো-ডাউন করে নিজেদের অবস্থান জানান দেন। অচিরেই উভয় শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code