স্টাফ রিপোর্টার:
একদিন বৃষ্টি হলে পরদিন তীব্র গরম। আবার কখনো টানা বৃষ্টি, পরের পনেরো দিন আবার গরম। গত কয়েক বছর ধরেই বিয়ানীবাজারের প্রকৃতিতে এই খেয়ালিপনা চলছে। প্রকৃতির নিয়মে হচ্ছে না বৃষ্টিপাত। স্বাভাবিক থাকছে না রাত-দিনের তাপমাত্রাও।
প্রকৃতির এমন ছন্দপতনে বদলে যাচ্ছে বৃষ্টিপাতের মৌসুমও। ঋতু পরিক্রমায় জুন, জুলাই ও আগস্ট বর্ষাকাল। এই সময়ই বৃষ্টিপাতের ভরা মৌসুম। কিন্তু গত কয়েক বছর ধরে প্রকৃতি এই নিয়ম না মেনে মৌসুমের আগেই অধিক বৃষ্টি ঝরছে। অর্থাৎ প্রাক মৌসুমেই স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টিপাত হচ্ছে বিয়ানীবাজারসহ প্রতিবেশী এলাকায়।
আগাম বৃষ্টি, অতিবৃষ্টি, উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে এই জনপদকে। ২০২২ সালে বন্যার তীব্রতা বেশি হলেও তার দিগুণের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ২০২৪ সালের বন্যায়। যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি বিয়ানীবাজার।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় বিয়ানীবাজারে ৩৪ ডিগ্রী গরমে হিমশিম খান মানুষ। যদিও এই গরমের তীব্রতা ছিল ৪৪ ডিগ্রী সেলসিয়াসের মতো।
Sharing is caring!