প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে শিক্ষাবিদ খলিল চৌধুরী স্মরণসভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে শিক্ষাবিদ খলিল চৌধুরী স্মরণসভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিল্পপতি প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর স্মরণে সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এতে বক্তারা প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর জীবন-কর্ম, শিক্ষার প্রসারতা বৃদ্ধি, মানবিক গুণাবলী এবং সমসাময়িক শিক্ষা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না বলেন, কালের বিবর্তনে এসব শিক্ষানুরাগী ক্ষণজন্মা ব্যক্তিত্বরা হারিয়ে যাচ্ছেন। মানুষ এখন শিক্ষা নিয়ে মানবিক হচ্ছেনা। অথচ খলিল চৌধুরীরা বিদ্যা অর্জন করে বিদ্বান সমাজব্যবস্থার জন্য কাজ করে গেছেন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ৭৬ সালে দেশে প্রত্যাবর্তনের পর খলিলুর রহমান চৌধুরী অর্থনৈতিক বিপ্লব সুচিত করার পাশাপাশি শিক্ষার প্রসারে ভূমিকা রাখেন। তিনি রাজধানীতে দু’টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অপর আরেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথেও জড়িত ছিলেন। দেশপ্রেমিক এই শিক্ষার ফেরীওয়ালা সমাজকে আলোকিত করতে চেষ্টা করেছেন।

Manual7 Ad Code

বিদ্যালয়ের শিক্ষক ফয়জুল হক শিমালের পরিচালনায় আলোচনা সভায় প্রারিম্ভক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মালিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, প্রয়াত খলিলুর রহমান চৌধুরীর ছেলে নসরত খলিল চৌধুরী ও ম্যানেজিং কমিটির সদস্য ছরওয়ার হোসেন। অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকীম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছয়ফুল হক ঝুনু, সাবেক সদস্য নাজিম উদ্দিন, হাবীবুর রহমান, বদরুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক অমলেন্দু দে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও সাংবাদিক আহমেদ ফয়সাল।

Manual4 Ad Code

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code