স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩০০ আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে জামায়াত। এসব আসনের সম্ভাব্য প্রার্থীরা বেশ কিছুদিন থেকেই নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনে নির্ধারিত বেশ কয়েকটি আসনে বেশি জোর দেবে দলটি। এরমধ্যে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে রয়েছে তাদের তীক্ষ্ণ চোখ। এই আসনটিতে জয় চায় জামায়াতে ইসলামী।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন সর্বশেষ চারদলীয় জোট সরকারের সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন। একটি বৃহৎ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্ব পাওয়ার পর সেই সময় থেকেই তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
জামায়াতের কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে নির্বাচন করছেন। বুধবার দুপুরেও বিয়ানীবাজার পৌরশহরে তাঁর সমর্থনে মিছিল হয়েছে। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন একজন হেভিওয়েট প্রার্থী। বর্তমান জামায়াতের প্রথম সারির অন্যতম নীতি-নির্ধারক। নির্বাচনী তৎপরতায় প্রতি সপ্তাহে এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। তার এই আসন নিয়ে আগামী নির্বাচনে যথেষ্ট কৌতূহল থাকবে রাজনৈতিক অঙ্গনে। সেলিম উদ্দিন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দৃষ্টিতে থাকবেন পর্যবেক্ষক মহলের। আসন্ন নির্বাচনে এই আসনে ৩৫ থেকে ৪৫ বছর বয়সী তরুণ নেতৃত্বকে সামনে আনার চেষ্টা করছে দলটি। সৎ, ত্যাগী ও যোগ্য প্রার্থী হিসেবে এই আসনে সেলিম উদ্দিনকে নিয়ে স্বপ্ন দেখছে দলীয় নেতাকর্মীরা। বাড়ি-বাড়ি, ওয়ার্ড-ইউনিয়ন সর্বত্র চষে বেড়াচ্ছেন তিনি। নিজ দলের কর্মী এবং সমর্থকদের দিক-নির্দেশনা দেয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের দাবীর কথা শুনছেন। সেই সাথে আগামী দিনে ক্ষমতায় আসার সুযোগ হলে অগ্রাধিকার ভিত্তিতে দুই উপজেলার সড়ক সংস্কারসহ প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করবেন-এমন বার্তাও দিচ্ছেন।
জামায়াতের নির্বাচনী কর্মকাণ্ডে সংশ্লিষ্টরা জানান, গত কয়েক মাসের তৎপরতায় তৃণমূল থেকে যে আওয়াজ পাচ্ছেন, তাতে তারা বেশ আশাবাদী। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচন তাদের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া জামায়াতের নিজস্ব জরিপসহ বিভিন্ন সংস্থার জনমত জরিপও তাদের আশাবাদী করছে।
বিয়ানীবাজার-গোলাপপঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ আসনে নির্বাচন করতে সবার কাছে যাচ্ছি। এই আসনের ভোটাররা ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদী।
Sharing is caring!