প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

পাক-আফগান উত্তেজনা : সীমান্তে থেমে থেমে গুলির শব্দ

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
পাক-আফগান উত্তেজনা : সীমান্তে থেমে থেমে গুলির শব্দ

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

প্রজন্ম ডেস্ক:

Manual7 Ad Code

পাকিস্তান সীমান্তে মাঝেমধ্যে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের কুররাম এলাকার বাসিন্দারা এ খবর নিশ্চিত করেছেন।

যদিও তারা বলেছেন, রোববার গোলাগুলির শব্দ অনেকাংশে কমে এসেছে। তবে, মাঝেমধ্যে এরকম শব্দ পাওয়া যাচ্ছে।

এর আগে, পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক ও অস্ত্র মোতায়েন শুরু করেছে তালেবানশাসিত আফগান সেনাবাহিনী।

Manual1 Ad Code

স্থানীয় সময় রোববার (১২ অক্টোবর) দুপুরের দিকে আফগানিস্তানের টোলোনিউজ চ্যানেল জানিয়েছে, তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে।

তালেবান শাসিত আফগান বাহিনী রাতভর ভারী অস্ত্র নিয়ে পাকিস্তান সীমান্তে তীব্র আক্রমণ চালিয়ে ইসলামাবাদের ৫৮ জন সেনাকে হত্যার দাবি করেছে। এ ছাড়া তালেবান প্রশাসন সীমান্ত অঞ্চলে পাকিস্তানি বাহিনীর ২৫টি সামরিক ঘাঁটি দখলের কথাও উল্লেখ করেছে।

Manual5 Ad Code

আফগানিস্তানর তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

কাবুলে এক সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন , আফগানিস্তানের সকল সরকারি সীমান্ত এবং লাইন অব একটুইয়াল কন্ট্রোলের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পাক বাহিনীর অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি দখল করেছে এবং ৫৮ সেনাকে হত্যা করেছে। এ ছাড়া অভিযানে আরও ৩০ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে।

তবে সেনা হতাহত ও ঘাঁটি দখলের আফগানিস্তানের দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পাকিস্তান।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের বাহিনী সীমান্ত সংলগ্নে প্রতিশোধমূলক এবং সফল অভিযান চালিয়েছে। যদি বিরোধী পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কঠোর জবাব দেবে।

এর আগে, পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার। এর জেরেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান হামলাগুলো বিনা উস্কানিতে করা হয়েছে এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে।

নাকভি সতর্ক করেছেন যে, তার দেশের বাহিনী প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে পাল্টা জবাব দেবে।

তালেবানদের হামলার তীব্র নিন্দা জানিয়ে নাকভি বলেন, বেসামরিক জনগোষ্ঠীর ওপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেছেন, আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।

এর আগে পাকিস্তান দাবি করে, তারা আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল এবং ৫০ তালেবানকে হত্যা করেছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code