প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে সুনীল নিহত: রহস্য উদঘাটনে এবার ঘটনাস্থলে এডিশনাল এসপি

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫, ০৫:২৪ অপরাহ্ণ
বিয়ানীবাজারে সুনীল নিহত: রহস্য উদঘাটনে এবার ঘটনাস্থলে এডিশনাল এসপি

Manual1 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার পৌরশহরের খাসায় একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটনে হিমশিম খাচ্ছে আইনশৃংখলা বাহিনী। যদিও সুনীল আচার্য (৫০) নামের ওই ইলেকট্রিক মিস্ত্রীর ক্লুলেস নিহতের কারণ জানতে বেশ তৎপর পুলিশের বিভিন্ন ইউনিট। স্থানীয় থানা পুলিশ এবং ডিবি পৃথকভাবে বিষয়টির তদন্ত করছে। ঘটনাস্থল এবং এর আশপাশ এলাকায় দফায়-দফায় পরিদর্শন করছেন তদন্ত সংশ্লিষ্টরা। সুনীলের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী উল্রেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার সিলেট জেলা পুলিশের এডিশনাল এসপি রফিক আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত চলছে। সুরতহাল রিপোর্ট হাতে পেলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। তদন্তে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। একটি সূত্র জানায়, ঘটনা পরবর্তী একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

গত ২রা অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন ইলেকট্রিক মিস্ত্রী সুনীল আচার্য। তিনি খাসা গ্রামের মৃত সুখময় আচার্যের ছেলে। এলাকায় ইলেকট্রিকের কাজকর্ম করে সংসার চালাতেন তিনি। স্থানীয়ভাবে কারো সাথে তার কিংবা পরিবারের কারো কোন বিরোধ ছিলনা। কসবা ত্রিমুখি বাজার থেকে নিয়মিত মধ্যরাতে বাড়ি ফিরতেন তিনি। বাজার ঘিরেই ছিল তার আড্ডা। নিখোঁজের কিছুক্ষণ আগেও ওই বাজারের একটি মুদি দোকান থেকে তিনি সিগারেট কিনেন। এরপর রাত প্রায় ১২ টা থেকে তাকে আর পাওয়া যায়নি।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

নিহতের ভাই বকুল আচার্য জানান, লাশের ধরন দেখে মনে হয়েছে, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। এডিশনাল এসপি আমার ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

একটি সূত্র জানায়, মরদেহ উদ্ধারের সময় পচন ধরা অবস্থায় নিহতের শরীর ফুঁলা, হাতের একটি অংশে কাটার মত দাগ এবং অন্ডকোষ অতিরিক্ত ফুলা ছিল।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code