প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধানের শীষ বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে রাজনৈতিক সম্প্রীতি বজায় থাকবে: ফয়সল চৌধুরী

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫, ০৭:১২ অপরাহ্ণ
ধানের শীষ বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে রাজনৈতিক সম্প্রীতি বজায় থাকবে: ফয়সল চৌধুরী

Manual4 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

Manual2 Ad Code

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, কিছুদিন আগেও বিয়ানীবাজারে বিএনপির কর্মসূচিতে প্রশাসন ও সরকার দলীয় গুন্ডারা বাধা দিয়েছিল। আজ তারা পালিয়ে আছে। বিএনপি প্রতিহিসার রাজনীতি করেনা। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি তথা ধানের শীষ বিজয়ী হলে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ হবে শান্তির জনপদ। এই দুই উপজেলায় সম্প্রীতি বজায় থাকবে। কারো প্রতি অন্যায় আচরণ করা হবেনা। এই জনপদকে সন্ত্রাসমুক্ত করা হবে। উন্নয়নের জনপদে পরিণত হবে অবহেলিত বিয়ানীবাজার।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্ধিতা করা ফয়সল আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ ১৫-১৬ বছরের নির্যাতন-নিপীড়ন সহ্য করেও সারাদেশে বিএনপির নেতাকর্মীরা দূর্গ গড়ে তোলেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন ফিনিক্স পাখির মত জেগে ওঠেছে। একজন দক্ষ রাজনীতিক তারেক রহমান কারো বিরুদ্ধে বিষোদগার না করেও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি আরোও বলেন, এই আসনের একজন শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছেন।

বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে শুক্রবার রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল।

Manual5 Ad Code

 

সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান।

 

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান কটন, নজরুল ইসলাম, বেলাল আহমদ, আব্দুস শুকুর, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, যুবদল নেতা হাসনাত জামিল, জানে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আহসান জামিল, খায়রুল ইসলাম, এ আর আনিস, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ প্রমুখ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code