প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনেরাহর দিনরাত্রি

editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ণ
সুনেরাহর দিনরাত্রি

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual2 Ad Code

বিনোদন জগতের ছোট ও বড়পর্দার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার অভিনয় দক্ষতা দিয়ে সব সময় আলোচনায় থাকেন। বিশেষ করে তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে বেশ আলোচনায় ছিলেন তিনি। সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতিতেই নজর কাড়েন অভিনেত্রী। তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি।

প্রতিদিনের দিনযাপন থেকে শুরু করে দেশ-বিদেশে ঘোরাঘুরিÑ সবকিছু সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে এবার ভক্ত-অনুসারীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তার ব্যক্তিগত অনুভূতি। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের এলোমেলো চুলের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সেই স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, শুটিং শেষ করে আজ রাতে (বৃহস্পতিবার) বাড়ি ফিরে আয়নায় তাকাতেই চমকে গেলাম।

 

তিনি বলেন, চুলগুলো এমন খসখসে আর কোঁকড়ানো হয়ে গেছে। নিজের এই নতুন লুকটা চোখে লেগে রইল। ভাবলামÑ কখনও চুল মসৃণ, সোজা, রেশমি হয়; কখনও আবার এমন কোঁকড়ানো। প্রতিটা হেয়ারস্টাইলেই আমি একেবারে আলাদা দেখাই বলে জানান অভিনেত্রী। সম্প্রতি আরও কিছু নতুন ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘সূর্যের উষ্ণতা উপভোগ করছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন সূর্যের ইমোজি। ছবিগুলোতে তাকে দেখা গেছে গোলাপি বিকিনিতে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অনেক ভক্ত-অনুসারী তার ছবিগুলোর প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি। চলতি বছরটা দারুণ কাটছে অভিনেত্রীর। দুই ঈদে মুক্তি পাওয়া দুই সিনেমা ‘দাগী’ ও ‘উৎসব’ দিয়ে আলোচনায় ছিলেন তিনি। দুই সিনেমায় ছোট চরিত্র হলেও তার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এ ছাড়া চলতি বছর টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার, ব্যাংককসহ নানা জায়গায় ঘুরতে গিয়েছিলেন সুনেরাহ; সামাজিক মাধ্যমে সেসব ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তিনি। অভিনেত্রী আগে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কাজের ফাঁকে ঘোরাঘুরি তাকে নতুন উদ্যমে ফিরতে সাহায্য করে।

 

Manual5 Ad Code

সুনেরাহ বলেন, কখনও রোদে পোড়া গায়ের রঙে ট্যান লেগে চকচক করে, আবার কখনও সমান টোনের হালকা বাদামি ত্বক। অবাক হয়ে যাই, প্রতিবার পর্দায় নতুন চরিত্রে অভিনয় করার সময় আমার চেহারাটা কতভাবে বদলে যায়। আর যেমনটা পর্দায় হয়, তেমনই জীবনের প্রতিটা রূপও আমি সমান ভালোবাসি। সত্যি, এটা যেন এক অন্যরকম জাদু। তিনি বলেন, আমি এখন প্রতিদিন নিজের একটু ভালো সংস্করণ হওয়ার চেষ্টা করছিÑ কাউকে হারানোর জন্য নয়, নিজের জন্যই। তাই বলি, নিজের দিকে মন দিন। ভালোবাসা নিন, ভালোবাসা ছড়িয়ে দিন। আর বিনয়ী হন।

Manual1 Ad Code

অভিনেত্রী বলেন, কেউ আমার এক রূপ পছন্দ করবে, কেউ অন্যটা। কেউ হয়তো কোনোটাই করবে না। কিন্তু তাতে কিছু যায় আসে না। জীবন এত বড়Ñ করার মতো কাজও অনেক। নিজের উন্নতি, নতুন কিছু শেখা আর সৃষ্টির আনন্দে ব্যস্ত থাকলে অন্যের খুঁত ধরার সময়ই থাকে না বলে জানান সুনেরাহ বিনতে কামাল। এবার প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে যুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ফ্যামিলি সিরিয়াল ‘এটা আমাদের গল্প’তে অভিনয় করছেন তিনি। অভিনেত্রী জানান, ‘একটি পারিবারিক সিরিজ। পরিবারে শুরু, পরিবারেই শেষ।’ গত রোজার ঈদে প্রশংসিত হয়েছিল রাজের নাটক ‘এটা তোমাদের গল্প’। ওই সময়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন পারিবারিক গল্পের একটি ধারাবাহিক নির্মাণের। সুনেরাহর ক্যারেক্টার লুক প্রকাশের মধ্য দিয়ে সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা। এই ধারাবাহিকে আরও অভিনয় করবেন খায়লুল বাশার। ধারাবাহিকভাবে অন্য অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হবে। এ ছাড়া ১১ সেপ্টেম্বর একটি দেশীয় ওটিটি প্লাটফরমে মুক্তি পেয়েছিল সুনেরা অভিনীত ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেরই কেউ’।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code