প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আর্জেন্টাইন গায়িকার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ইয়ামালের

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ণ
আর্জেন্টাইন গায়িকার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ইয়ামালের

Manual7 Ad Code
ডিজিটাল ডেস্ক :

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। চোট, ছন্দহীনতা কিংবা ব্যক্তিগত জীবন সবখানেই হোঁচট খাচ্ছেন ১৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। মাত্র তিন মাসের মাথায় আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের। 

স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োসকে নিজেই বিষয়টি জানিয়েছেন এই বার্সা তারকা। সাংবাদিক জাভি হোয়োস বলেন, ‘নিকি নিকোলের সঙ্গে প্রেম ভাঙার কথা লামিনে ইয়ামাল আমাকে জানিয়েছেন। বিষয়টি সাম্প্রতিক কিছু নয়। এমনকি সম্পর্কে প্রতারণা বা অবিশ্বাস জন্মানোর মতো কোনো বিষয়ও সত্য নয়।’

Se desatan los rumores de ruptura entre Lamine Yamal y Nicki Nicole en  Argentina

Manual1 Ad Code

সম্পতি ইতালির মিলানের একটি পার্টিতে দেখা যায় ইয়ামালকে। সেখানে ইতালীয়ান সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার আনা জেগনোসোর সঙ্গে ছিলেন এই স্প্যানিশ ফুটবলার। গুঞ্জন উঠেছে নতুন প্রেমের সম্পর্কের কারণে নিকোলের সঙ্গে সম্পর্ক ইতি টেনেছেন ইয়ামাল।

Manual6 Ad Code

তবে নতুন প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে ইয়ামাল সংবাদমাধ্যম ‘আরটিভিই’র এক অনুষ্ঠানে জাভি হোয়োসকে বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো প্রতারণার সংশ্লিষ্টতাও নেই এর সঙ্গে। আমরা স্বাভাবিকভাবেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছি। আমাদের সম্পর্ককে কেন্দ্র করে সাম্প্রতিক ছড়ানো তথ্য সঠিক নয়। আমি বিশ্বাস ভঙ্গের মতো কিছু করিনি অথবা অন্য কারও সঙ্গেও সম্পর্কে নেই।’

Manual6 Ad Code

বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি নিকি নিকোল। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইয়ামালের সঙ্গে থাকা ছবি সরিয়ে দিয়েছেন। অন্যদিকে, স্প্যানিশ ফরোয়ার্ড ইনস্টাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন, যেখানে নিজের বিষণ্ণ একটি ছবি এবং আরেকটি ছবিতে তাকে হাসিখুশি দেখা যায়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code