সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। চোট, ছন্দহীনতা কিংবা ব্যক্তিগত জীবন সবখানেই হোঁচট খাচ্ছেন ১৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। মাত্র তিন মাসের মাথায় আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ইয়ামালের।
স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োসকে নিজেই বিষয়টি জানিয়েছেন এই বার্সা তারকা। সাংবাদিক জাভি হোয়োস বলেন, ‘নিকি নিকোলের সঙ্গে প্রেম ভাঙার কথা লামিনে ইয়ামাল আমাকে জানিয়েছেন। বিষয়টি সাম্প্রতিক কিছু নয়। এমনকি সম্পর্কে প্রতারণা বা অবিশ্বাস জন্মানোর মতো কোনো বিষয়ও সত্য নয়।’



