প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আফগানিস্তানকে ৭৮ রানে অলআউট করল বাংলাদেশ

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ
আফগানিস্তানকে ৭৮ রানে অলআউট করল বাংলাদেশ

Manual7 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এবার আফগানিস্তানের ব্যাটাররাও পাত্তা পেলেন না বাংলাদেশি বোলারদের সামনে। রিপন মন্ডল-রকিবুল হাসানদের সামনে দাঁড়াতেই পারেনি আফগানরা। সবমিলিয়ে ৭৮ রান করে অল আউট হয়েছে আফগানিস্তান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রানে আফগানিস্তান ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রকিবুল ও রিপন।

ইনিংসের শুরু থেকেই বেশ ধুঁকেছে আফগানিস্তান। তৃতীয় বলেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রিপন। ৩ বলে ৪ রান করা ইমরানকে ফেরান তিনি। নিজের পরের ওভারে ফিরে আরো দুই উইকেট শিকার করেছেন এই পেসার। এবার তার শিকার সেদিকুল্লাহ অটল ও নুরুল ইসলাম।

Manual5 Ad Code

১৬ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে দারউইস রাসুলি ও ইজাজ আহমেদ উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। উল্টো তাদের ধীরগতির ইনিংস দলকে ভুগিয়েছে। ২৮ বলে ২৭ রান করেছেন রাসুলি। আর ইজাজের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ১২ রান।

শেষ দিকে কায়েস আহমেদ ১২ রান করেছেন। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

Manual3 Ad Code

 

বাংলাদেশের হয়ে ৭ রানে ৩ উইকেট নিয়েছেন রকিবুল। আর রিপন ১০ রানে পেয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ২টি উইকেট পেয়েছেন এসএম মেহেরাব।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code