প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অভিনব অভিজ্ঞতায় রাশমিকা

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ
অভিনব অভিজ্ঞতায় রাশমিকা

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual6 Ad Code

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’র প্রচারণায় বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনব অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

Manual4 Ad Code

অভিনেত্রী জানান, এক সময় এমন একটি সম্পর্কে ছিলেন; যেখানে তার নিজের কোনো পছন্দ বা ইচ্ছার জায়গাই ছিল না। চলচ্চিত্রের একটি প্রমোশনাল ভিডিওতে সঞ্চালক সুমার সঙ্গে আলাপকালে রাশমিকা বলেন, বাস্তব জীবনে তার চরিত্র ভূমার মতো। অনেক মানুষই আছেন যারা কোনো পছন্দ না থাকলেও সম্পর্কে থাকতে বাধ্য হচ্ছেন। আপনি কাকে বেছে নেবেন সেটাই গুরুত্বপূর্ণ। ইচ্ছার বাইরে সম্পর্কে থাকা উচিত নয়। আমি নিজে এমন অভিজ্ঞতার মধ্যদিয়ে গেছি। রাশমিকা বলেন, আমার জীবনের বর্তমান সঙ্গী বিজয় দেবেরাকোন্ডা তাকে এমন এক ব্যথা থেকে সেরে উঠতে সাহায্য করেছেন, যে ব্যথার কারণ তিনি নন। আমার সৌভাগ্য যে, আমার জীবনে এমন একজন আছেন, যিনি সেই ব্যথা থেকে আমাকে সুস্থ হতে সাহায্য করেছেন। তিনি আমার পাশে ছিলেন, ঠিক যেমন এই সিনেমার চরিত্র ভূমার পাশে কেউ থাকে।

রাশমিকার ভাষায়, ট্রলিংয়ের কারণে মানসিক চাপ তৈরি হলে বিজয় আমাকে সব সময় শান্ত করে। বাড়িতে যখন বলি আমায় খুব ট্রল করা হচ্ছে। বিজয় বলে এসব কিছুই না, তুমি বেশি ভাবছো। কিন্তু সত্যি বলতে এগুলো আমার সামনে ট্যাগ করে পাঠানো হয়।

Manual4 Ad Code

প্রসঙ্গত, বছর কয়েক আগে রাশমিকার সঙ্গে অভিনেতা রক্ষিত শেঠির বাগদান হয়েছিল। ২০১৮ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ হয়। এরপর বিজয়ের সঙ্গে ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়। গত মাসেই বাগদান সেরেছেন তারা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code