প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ জুনিয়র হকি শুরু, আজ মাঠে নামছে বাংলাদেশ

editor
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ণ
বিশ্বকাপ জুনিয়র হকি শুরু, আজ মাঠে নামছে বাংলাদেশ

Manual5 Ad Code

স্পোর্টস রিপোর্টার:
ভারতের তামিলনাডুতে গতকাল শুরু হয়েছে বিশ্বকাপ জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি। এরই মধ্যে বিভিন্ন গ্রুপের পাঁচটি ম্যাচ হয়ে গেছে। ২৪টি দল ৬ গ্রুপে লড়াই করছে। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হচ্ছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া। আজ ‘এফ’ গ্রুপের খেলা শুরু হবে দক্ষিণ কোরিয়া-ফ্রান্স প্রথম খেলায়। দ্বিতীয় খেলায় সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিকাল ৪টায় খেলা শুরু হবে।

Manual4 Ad Code

বাংলাদেশ হকির ইতিহাসে এবারই প্রথম কোনো বিশ্বকাপে খেলছে। বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন আজ। বিশ্ব হকির মঞ্চে শক্তির বিচারে বাংলাদেশ একেবারেই দুর্বল। গ্রুপে ফ্রান্স হচ্ছে গতবারের ফাইনাল খেলা দেশ। রানার্সআপ হয়েছিল। কোরিয়া কিংবা অস্ট্রেলিয়া কারো সঙ্গেই পেরে ওঠার কথাও না। যারা বছর জুড়ে প্রস্তুতি নিয়ে এমন সব বড় বড় মঞ্চে লড়াই করে তাদের বিপক্ষে খেলার যোগ্যতা অর্জন করলেও টিকে থাকার লড়াই করা কঠিন।

Manual7 Ad Code

গত ডিসেম্বরে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও পাঁচ-ছয় মাস প্রস্তুতি গ্রহণ করতে পারেনি। অলস সময় কেটে গেছে। বছরের শেষ দিকে এসে কয়েক মাসের প্রস্তুতি আর ভারতে গিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। ব্যস, এটাই প্রস্তুতি। চিলির বিপক্ষে জিতেছে, আর সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতেছে। এই দুটো ম্যাচই বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে। চেন্নাই এবং মাদুরাই শহরে খেলা হবে। বাংলাদেশ খেলবে চেন্নাইয়ে মেয়র রামকৃষ্ণ হকি স্টেডিয়ামে। ৬ গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। এর পরের সেরা দ্বিতীয় রানার্সআপ দল সেরা ৪টা এবং সেরা ৪টা তৃতীয় দল ৯-১৬তম স্থানের জন্য খেলবে।

Manual5 Ad Code

বাংলাদেশের অধিনায়ক সামিন বলেছেন, ‘আমরা প্রথম বার খেলতে এসেছি। প্রতিযোগিতামূলক খেলা খেলতে চাই।’ কোরিয়া বলেছে, তারা অতীত ভুলে সামনের দিকে এগোতে চান। ফ্রান্সের অধিনায়ক গ্যাপার্ড জানিয়েছেন, তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসেছেন, তাই বলে বাংলাদেশকে খাটো করেও দেখছে না। এবার বিশ্বকাপ জুনিয়র হকির ১৪তম আসর। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। প্রথম বারের মতো কঠিন আসরে স্বপ্ন নিয়ে গেছে বাংলাদেশ, যতদূর ভালো খেলা যায়। আজ অস্ট্রেলিয়া ছাড়াও আগামীকাল সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া এবং ২ ডিসেম্বর বিকালে ফ্রান্সের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code