প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাকিব খানের সঙ্গে বিয়ের দিনের স্মৃতিচারণ করলেন বুবলী

editor
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ণ
শাকিব খানের সঙ্গে বিয়ের দিনের স্মৃতিচারণ করলেন বুবলী

Manual4 Ad Code
ডিজিটাল ডেস্ক:
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গ হোক বা নিজের কাজ; সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে জাঁকজমকপূর্ণ বধূবেশে হাজির হয়ে ফের নজর কাড়লেন এই তারকা। 

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এল তার নিজের বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা কথা।

 

এই অনুষ্ঠানে বুবলীকে দেখা যায় এক রাজকীয় সাজে; গাঢ় বেগুনি রঙের একটি জমকালো লেহেঙ্গা শাড়িতে; বধূ বেশে। শাড়ি জুড়ে ছিল সোনালি ও রুপালি সুতার নিপুণ কারুকাজ আর পাথরের ঝিলিক, যা তার আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছিল। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল এবং সিঁথিতে টিকলি- সব মিলিয়ে রাজকীয় সাজে তাকে লাগছিল অনবদ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বিয়ের স্মৃতিচারণ করেন বুবলী।

তিনি বলেন, ‘আমার বিয়ের সাজটা খুব ছিমছাম ছিল। শাড়ি পরেছিলাম। যেহেতু আমরা মিডিয়া ব্যক্তিত্ব, তাই কিছু গোপনীয়তার বিষয় ছিল। খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, ঘরোয়াভাবেই হয়েছিল। তবে আমি আমার মনের মতো করেই সেজেছিলাম, খুব ন্যাচারাল লুকে।’

বিয়েবাড়ির খাওয়া-দাওয়া প্রসঙ্গে বুবলী জানান, সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে তিনি ডায়েট মানেন না। সঙ্গে জানালেন এক অজানা কথাও! বললেন, শাকিব ও তার পছন্দের খাবার একই।

Manual7 Ad Code

বুবলী বলেন, ‘বিয়েবাড়িতে ঢোকার পরই সবার আগে খাবারের দিকে মনোযোগ থাকে। চোখের ক্ষুধাই আসল। আমার এবং আমার বরের (শাকিব খান) দুজনেরই মাছ ও সবজি খুব পছন্দ। তবে বিয়েতে তো রিচ ফুড থাকেই, সেদিন আর ডায়েট করা হয় না।’

Manual4 Ad Code

ভবিষ্যতে কেমন শাশুড়ি হতে চান? ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গে বুবলী জানান, ছেলের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ছেলের বাবা শাকিব খানও বীরকে শিখিয়ে দিয়েছেন, কোনো মেয়েকে পছন্দ হলে সবার আগে যেন মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বাবা-ছেলের এই খুনসুটির বিষয়টি বুবলী বেশ উপভোগ করেন।

ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক হবে— এমন প্রশ্নে বুবলী বলেন, ‘আল্লাহ যদি তৌফিক দেন এবং বাঁচিয়ে রাখেন, তবে আমি আমার ছেলের বউয়ের বন্ধু হতে চাই। আমি সেই ধরনের শাশুড়ি-বউ সম্পর্ক চাই না। আমরা একসাথে রান্না করব, খাব, ঘুরতে যাব। যেন দুজনকে বন্ধু মনে হয়।’

প্রসঙ্গত, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম হয়।

Manual8 Ad Code

এদিকে, বর্তমানে বুবলী ব্যস্ত ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতিতে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন এই নায়িকা।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code