প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিল্পার সঙ্গে অক্ষয়ের বিয়ে যে শর্তে ভেঙে যায়

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ণ
শিল্পার সঙ্গে অক্ষয়ের বিয়ে যে শর্তে ভেঙে যায়

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক:

‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার একটা সময় বলিউডে ‘লাভার বয়’ হিসাবে পরিচিত ছিলেন। তার প্রেমিকার তালিকা অনেক দীর্ঘ ছিল। তার ব্যক্তিগত জীবন দেখে তা আন্দাজ পাওয়া যায়।

নব্বইয়ের দশকে একাধিক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অক্ষয় কুমার। কখনো সেই সম্পর্ক গড়িয়েছে বাগদান পর্যন্ত। শেষে অবশ্য রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। তবে তার ও অভিনেত্রী শিল্পা শেঠির প্রেম ছিল অন্যতম চর্চিত। বিয়ে ঠিক হয়েও ভেঙে যাওয়ার কারণ শিল্পার বাবা-মা।

Manual8 Ad Code

অক্ষয় ও শিল্পার প্রেম নিয়ে একদা গুঞ্জন কম হয়নি। তাদের বিয়ে হবে বলে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু পরিচালক সুনীল দর্শন বলেন, বিয়ের আগে শিল্পার মা-বাবা নাকি বেশ কিছু শর্ত দিয়েছেন অক্ষয় কুমারের সামনে। যদিও শর্তগুলো ঠিক কী কী, তা কখনো প্রকাশ্যে আলোচনা করেননি এ তারকা জুটির কেউ-ই।

Manual2 Ad Code

পরিচালক সুনীল আরও বলেন, অভিনেত্রী শিল্পা শেঠির পরিবার মেয়ের আর্থিক নিরাপত্তার দিকটি দেখে নিতে চেয়েছিলেন। সেখানেই নাকি অশান্তির সূত্রপাত।

Manual2 Ad Code

বলিপাড়ার অনেকের মতে, শিল্পা নাকি জানতে পেরেছিলেন যে, তার পাশাপাশি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখে চলেছেন অক্ষয় কুমার। এরপরেই অক্ষয়ের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসেন অভিনেত্রী।

উল্লেখ্য, বর্তমানে অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে চুটিয়ে সংসার করছেন বলি ‘খিলাড়িখ্যাত’ অভিনেতা। বলিউডে তাদের জুটি অন্যতম চর্চিত। অন্যদিকে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা শেঠি। তাদের নিয়ে একাধিক বিতর্ক তৈরি হলেও চিড় ধরেনি স্বামী-স্ত্রীর সম্পর্কে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code