প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৫ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ণ
৫ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

Manual6 Ad Code

এর আগে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তাদের দাবি- স্কুলিং মডেল বাতিল করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে হবে।

Manual5 Ad Code

ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ‘স্কুলিং মডেল চালু হলে আমাদের পাঁচ কলেজেই উচ্চমাধ্যমিকের অস্তিত্ব থাকবে না। তাই এ পদ্ধতি বাতিলের ঘোষণা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

Manual8 Ad Code

এদিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতেও আবার রাস্তায় নামছেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশের খসড়া প্রকাশের পরও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, দ্রুত অধ্যাদেশ জারি করে পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তা দূর করতে হবে।

শনিবার আন্দোলনকারীদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত নেওয়ার পর তিন দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীর উদ্বেগ বেড়েছে।

Manual6 Ad Code

এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গুজবে বিশ্বাস না করে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code