প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৭ হিজরি

‘ওর একজন স্থায়ী বান্ধবী দরকার’—বিশ্বসেরা হওয়ার অদ্ভুত পরামর্শ পেলেন ইয়ামাল

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ণ
‘ওর একজন স্থায়ী বান্ধবী দরকার’—বিশ্বসেরা হওয়ার অদ্ভুত পরামর্শ পেলেন ইয়ামাল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাত্র ১৮ বছর বয়সেই যেখানে অধিকাংশ কিশোর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, সেখানে লামিনে ইয়ামাল ইতিমধ্যেই বাস্তবতায় পরিণত করেছেন অনেকের কল্পনাকেও। বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবলের নতুন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অনেকের চোখে ইয়ামাল এখনই ‘নতুন রাজপুত্র’।

তবে সাফল্যের এই উড়ালপথ একেবারে মসৃণ নয়। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের জীবনও ইয়ামালকে টেনে নিয়ে যাচ্ছে আলোচনার কেন্দ্রে। ক্যারিয়ারের শুরুতেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিতর্কের মুখে পড়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার।

কখনো স্প্যানিশ ইনফ্লুয়েন্সার অ্যালেক্স প্যাডিলার সঙ্গে নাম জড়ানো, আবার কখনো আর্জেন্টিনার জনপ্রিয় পপ তারকা নিকি নিকোল—ইয়ামালকে নিয়ে আলোচনা থামেনি। সর্বশেষ খবর হলো, নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্ক আর টিকেনি। বিষয়টি ইয়ামাল নিজেই নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

এই সম্পর্কের শুরুটা ছিল বেশ আলোচিত। গত জুলাইয়ে ইয়ামালের ১৮তম জন্মদিন উপলক্ষে নিকি নিকোল আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় আসেন। এরপর একাধিক ম্যাচে তাকে বার্সেলোনার স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায়। চ্যাম্পিয়নস লিগে গোল করার পর গ্যালারির দিকে ইয়ামালের উড়ন্ত চুম্বনের দৃশ্য তখন সমর্থকদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

Manual8 Ad Code

সোশ্যাল মিডিয়াতেও দুজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভ্রমণ, নৈশভোজ কিংবা অবকাশ যাপনের নানা মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছিল অনলাইনে। এমনকি এক ফ্যাশন অনুষ্ঠানে নিকি প্রকাশ্যেই বলেছিলেন, তিনি প্রেমে সুখী এবং ইয়ামালের কাছ থেকে কাতালান ভাষায় ভালোবাসার বাক্য শিখেছেন।

কিন্তু অক্টোবরের দিকেই সেই গল্পে ছেদ পড়ে। স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন ওঠে, ইয়ামাল নাকি মিলানে গিয়ে অন্য কারও সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক ইতালিয়ান ইনফ্লুয়েন্সারের সঙ্গে তার নাম জড়ানো হয়। তবে ইয়ামাল এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে জানান, বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তি নেই এবং তিনি একাই মিলানে গিয়েছিলেন।

Manual5 Ad Code

এই ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেই ইয়ামালকে নিয়ে মন্তব্য করেছেন এসি মিলান ও আতলেতিকো মাদ্রিদের সাবেক পর্তুগিজ তারকা পাউলো ফুত্রে। তার মতে, ইয়ামালের মধ্যে ভবিষ্যতের বিশ্বসেরা হওয়ার সব গুণ আছে, তবে তার জন্য ব্যক্তিজীবনে স্থিরতা প্রয়োজন।

Manual5 Ad Code

একটি স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠানে ফুত্রে বলেন, একজন দায়িত্বশীল ও স্থায়ী সঙ্গী থাকলে খেলোয়াড়দের পেশাদারিত্ব বাড়ে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, জীবনে স্থায়িত্ব আসার পরই তার ক্যারিয়ারে বড় পরিবর্তন এসেছিল। ফুত্রের বিশ্বাস, মানসিক স্থিরতা থাকলে মাঠের বাইরের বিষয়গুলো খেলোয়াড়ের মনোযোগ নষ্ট করতে পারে না।

এখন প্রশ্ন একটাই—ইয়ামাল কি এই পরামর্শ অনুসরণ করে ব্যক্তিজীবনে স্থায়িত্ব খুঁজবেন, নাকি তরুণ বয়সের স্বাধীনতাকে সঙ্গী করেই এগিয়ে যাবেন তার ফুটবলযাত্রায়?

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code