প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

‘আপাতত অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই’

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
‘আপাতত অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই’

Manual5 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

নিজের ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার জানিয়েছেন, তার এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং তিনি ওয়ানডে ফরম্যাটে আরও কিছু বছর খেলতে চান।

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে থাকা রোহিত ২০২৫ সালকে তার ক্যারিয়ারের অন্যতম সফল বছর হিসেবে বিবেচনা করেছেন। বছরজুড়ে ভারতীয় দলের হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচে তিনি ৬৫০ রান করেছেন, যার মধ্যে ২টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

Manual8 Ad Code

বিশেষ করে অক্টোবরে অস্ট্রেলিয়া সফরটি ছিল তার ক্যারিয়ারের সেরা সময়গুলোর মধ্যে অন্যতম। ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন এবং এই পারফরম্যান্সের মাধ্যমেই প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছান।

Manual5 Ad Code

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মার ক্যারিয়ার নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, এমনকি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরও তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকেই মনে করছিলেন, অস্ট্রেলিয়া সফরই হয়ত তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে, কিন্তু ব্যাটিং পারফরম্যান্স দিয়ে তিনি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন।

Manual5 Ad Code

 

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। রোহিত তার জীবনকে একটি উড়োজাহাজের সঙ্গে তুলনা করে বলেন, তার শুরুটা কঠিন ছিল, তবে একবার গতি পেয়ে সেই উড়োজাহাজ এখনো উড়ছে। তিনি চান, সেটি এখনই নেমে না যাক।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ঘরোয়া বিজয় হাজারে ট্রফির প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা। সব মিলিয়ে তিনি ওয়ানডেতে আরও কিছুদিন নিজের উপস্থিতি দেখতে পাচ্ছেন।

এছাড়াও, রোহিতের সতীর্থ বিরাট কোহলিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন। অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মা প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন, যা তার মাঠের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code