প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াতের রুকন সম্মেলন উদ্বোধন করলেন ছাত্র আন্দোলনে শহিদের পিতা

editor
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ণ
জামায়াতের রুকন সম্মেলন উদ্বোধন করলেন ছাত্র আন্দোলনে শহিদের পিতা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ নাসিব হাসান রিয়ানের পিতা মো.গোলাম রাজ্জাক।

Manual6 Ad Code

আজ রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন, উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক,মহানগরী উত্তর শিবির সভাপতি আনিসুর রহমান, পশ্চিমের সভাপতি সালাহ মাহমুদ প্রমুখ।

Manual8 Ad Code

সকাল থেকে ১১.৩০টা পর্যন্ত উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সম্মেলন বিভিন্ন সেশনে বিভক্ত। উদ্বোধনী সেশনে আন্দোলনে চোখ, পা হারানো ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code