প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়া পৌরসভার তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

editor
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ
কুলাউড়া পৌরসভার তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণির ২৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Manual2 Ad Code

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ।

Manual8 Ad Code

পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় জানান, পরীক্ষায় পঞ্চম শ্রেণির ১২৩ ও অষ্টম শ্রেণির ৬৩ জনসহ মোট ২৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code