প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকায় নিয়ে শিশু নুসাইবাকে বিক্রি করেন বাবা

editor
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ণ
ঢাকায় নিয়ে শিশু নুসাইবাকে বিক্রি করেন বাবা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবা পুলিশের সহযোগিতায় ফিরল মায়ের কোলে।

Manual7 Ad Code

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবাকে ঢাকা নিয়ে বিক্রি করেছিলেন বাবা। পরে পুলিশের সহযোগিতায় শিশুটি মায়ের কোলে ফিরেছে। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

জানা যায়, গত বছরের ২৪ এপ্রিল উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার ও একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধা ভালোবেসে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে মেয়ে সন্তান নুসাইবা আক্তারের জন্ম হয়। এরপর থেকে তাদের মধ্যে বিবাধ শুরু হয়। একপর্যায়ে গত ২২ ডিসেম্বর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।

তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে সই রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা ও তার পরিবার। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেয়।

এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে শ্বশুর, স্বামী ও ননদকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই শাহাদাৎ হোসেন নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

Manual8 Ad Code

পরে থানার ওসি মো. রবিউল হক নুসাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

সন্তানকে ফিরে পাওয়ার বিষয়ে বৃষ্টি আক্তার বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বিক্রি হয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়েছি এবং পুলিশকে ধন্যবাদ জানাই।

Manual3 Ad Code

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে রোববার সকালে ঢাকা থেকে উদ্ধার করে। শিশুটির মা-বাবা বিবাহ বিচ্ছেদ হওয়ায় তাকে তার মায়ের কোলে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে তার মায়ের কাছে রেখে ভরণপোষণের খরচ দেবেন বলে অঙ্গীকার করেন বাবা ইমরান মৃধা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code