প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেলে সৈকত, নেই ভারতের কেউ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেলে সৈকত, নেই ভারতের কেউ

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে এখন দুই সপ্তাহেরও কম সময় বাকি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য আজ (বুধবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

Manual2 Ad Code

ম্যাচ অফিসিয়ালদের প্যানেলে জায়গা পেয়েছেন আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না কোনো ভারতীয় আম্পায়ার।

Manual1 Ad Code

আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব পাওয়া ১২ আম্পায়ারের নাম জানায় আইসিসি। এর সঙ্গে তিনজন ম্যাচ রেফারিকেও পরিচয় করে দেওয়া হয়েছে।

আম্পায়ারিং প্যানেলে সৈকতের সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ, নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি, শ্রীলংকার কুমার ধর্মসেনা, অস্ট্রেলিয়ার পল রেইফেল ও রড টাকারের মতো অভিজ্ঞ আম্পায়াররা।

Manual4 Ad Code

ম্যাচ রেফারিদের প্যানেলে থাকছেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট। এদের প্রত্যেকই আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারির সদস্য।

আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন সৈকত। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তার বেশ কয়েকটি সিদ্ধান্তের জন্য আলোচিত হন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজেও দায়িত্ব পালন করার কথা রয়েছে তার।

চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেল
শরফুদ্দৌলা ইবনে শহীদ, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রেইফেল, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

Manual7 Ad Code

রেফারি প্যানেল
ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code