প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে চাকরির সন্ধানে এসে মায়ানমারের নাগরিক আটক

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ণ
সিলেটে চাকরির সন্ধানে এসে মায়ানমারের নাগরিক আটক

Manual3 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
চাকরির সন্ধানে সিলেট এসে আটক হয়েছেন মায়ানমারের এক নাগরিক। রবিবার তাকে সিলেট থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। শনিবার রাতেসিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে বিজিবির কাছে সোর্পদ করেন।
আটক মো. আনিসুর রহমান (৪৮) মায়নমারের মাউংডো জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, আটক আনিসুর রহমান জানিয়েছে- ৭ বছর আগে মায়ানমার থেকে সে কক্সবাজারে অনুপ্রবেশ করে। এরপর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। ভালো চাকরির সন্ধানে সে সম্প্রতি সিলেট আসে।
পরে বিজিবি আটক আনিসুর রহমানকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে।
জৈন্তাপুর থানার ওসি জানান, আটক আনিসুরকে পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code