প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এমন সুযোগ জীবনে একবার আসে, কেন বললেন তামান্না?

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ণ
এমন সুযোগ জীবনে একবার আসে, কেন বললেন তামান্না?

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
মহাকুম্ভে গেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। সালোয়ার ও কুর্তা পরেই কুম্ভে পৌঁছান এ অভিনেত্রী, সঙ্গে যান তার পরিবারও। ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার ব্যাপারে পরিবারকে সহযোগিতা করতেও দেখা যায় তাকে।

Manual6 Ad Code

এ সময় অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘জীবনে এমন সুযোগ একবার আসে, তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। অনেক মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই।’

Manual3 Ad Code

তামান্নার কথায়, ‘সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেজন্য সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।’

‘ওডেলা ২’ ছবির ঝলকেও তামন্নাকে সন্ন্যাসিনীর বেশে দেখা গেছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন তামন্না।

Manual2 Ad Code

মহাকুম্ভে এসে ছবির ঝলক প্রকাশ্যে আনায় নিজেকে ‘সৌভাগ্যবতী’ বলেও মন্তব্য করেন তিনি। ‘ওডেলা রেলওয়ে স্টেশন’ মূলত একটি ক্রাইম থ্রিলার ছিল। তার সিক্যুয়েল ‘ওডেলা ২’-ও একই ধারার ছবি বলে জানা যাচ্ছে। ঝলকে তামান্নাকে দেখে ইতোমধ্যেই মুগ্ধতার অনুরাগীরা।

শনিবার প্রয়াগরাজে তামান্না ভাটিয়া তার পরবর্তী ছবির লুক প্রকাশ্যে এনেছেন। কপালজুড়ে কাটা তিলক। কাঁধে ঝোলা। হাতে ডমরু। সন্ন্যাসিনী বেশে তামান্নার ছবি দেখলে অনেকেই ভাববেন, সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে তিনি? রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code