প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে সরাসরি ভোটে কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

Manual4 Ad Code

বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস ভোট প্রদান করতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন-আগামী প্রজন্ম/

 

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বিপুল সংখ্যক ভোটার গোপন ব্যালটের এই নির্বাচনে অংশ নেয়। এতে ছাত্রী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোট গ্রহণের প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে ছাত্রত্ব আছে, এমন ভোটারদের দলে ভেড়ায় ছাত্রদল।

বুধবার সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৩১৯জন ভোটারের মধ্যে ২ শতাধিক ভোটার তাদের অধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে পৃথক ৩টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে। এতে সভাপতি পদে রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদ জয়লাভ করেন।

ভোট গ্রহণ কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম ক্বাদরী, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন দিনার।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সাবেক জেলা ছাত্রদল নেতা নুরুল আমীন, ফাহিম শাকিল অপু, জানে আলম, কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

দীর্ঘ দেড়যুগ পর প্রত্যক্ষ উপায়ে ছাত্রদলের বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা কমিটি গঠনের এ প্রক্রিয়ায় স্থানীয় জাতীয়তাবাদী পরিবারে বেশ উদ্দীপনা লক্ষ করা গেছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code