প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

editor
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল সোমবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়ার মৃত আরজ আলীর ছেলে রহমত আলী ও সৈয়দ আলীর ছেলে ইসাক আলী (৪৫)। তারা দুজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ।

এ ব্যাপার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে রহমত আলী ও ইসাক আলীকে আটক করে। তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ৮রিল ফয়েল পেপার ও নগদ ৯ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়েছে।

Sharing is caring!