প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

editor
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ণ
সিলেটে ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

স্টাফ রিপোর্টার:
সিলেটের ২ সীমান্ত দিয়ে ৬৪ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এর মধ্যে সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৫২ জন ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে ও সকালে পুশইন করেলে তাদের আটক করেছে বিজিবি।

বিজিবি সুত্রে জানা যায়, রাত তিনটার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। সতর্ক অবস্থানে থাকা শ্রীপুর বিজিবি কিছুক্ষণের মধ্যেই, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে।

এর দেড় ঘন্টা পর, একই উপজেলার মিনাটিল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষ ও শিশুর পুশইনের ঘটনা ঘটে। দায়িত্বরত মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।

এদিকে সকালে জকিগঞ্জ সীমান্ত দিয়ে শিশু নারীসহ আরও ১৪ জনকে পুশইন করা হয়। পরে তাদের আটক করে ১৯ ব্যাটালিয়ন বিজিবি। আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করছে বিজিবি। কর্মকর্তারা জানান, তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ ও ২১ জনকে এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে ৩২ জন পুশইনের ঘটনা ঘটে।

বিজিবি জানায়, পুশইন ঠেকানো, সীমান্ত অপরাধ প্রতিরোধ ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

Sharing is caring!