প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট রেলওয়ে স্টেশনে দু’দকের হানা

editor
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
সিলেট রেলওয়ে স্টেশনে দু’দকের হানা

স্টাফ রিপোর্টার:
নানা অনিয়মের অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসময় টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।

এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানায় দুদক। বুধবার ( ২৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট কার্যালয়।

অভিযানে স্টেশনে টিকিট কালোবাজারির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর সাথে জড়িত ১জনকে চিহ্নিত করা হয়েছে। একই সাথে নকশা ছাড়া নতুন প্লাটফর্ম নির্মাণ, নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারেরও সত্যতা মিলেছে।

এছাড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাত অভিযোগেরও প্রাথমিক সত্যতা প্রমানিত হয়েছে।

এসব অভিযোগে বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।

Sharing is caring!