প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টি, সোমবার যেমন থাকবে আবহাওয়া

editor
প্রকাশিত জুন ২, ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ণ
সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টি, সোমবার যেমন থাকবে আবহাওয়া

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে এ মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত। আগামীকাল সোমবারেও প্রকৃতির বৈরিতা অব্যাহ থাকার আশঙ্কা প্রকাশ করেছে সিলেট আবহাওয়া অফিস। শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে রবিবার (০১ জুন) সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Manual3 Ad Code

এ সময়ে মোট ৪০৪ দশমিক শূণ্য ৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এতে জনজীবন এক প্রকার অচল হয়ে পড়েছিল।আবার রবিবার সকাল ৬টা থেকে এ অঞ্চলে বৃষ্টি ঝরেছে মোট ৩০ দশমিক শুণ্য ২ মিলিমিটার। দুপুরের পর থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি আর ঝরেনি। তবে যখন তখন ঝরতে পারে।

Manual8 Ad Code

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টাও সিলেটের প্রকৃতি বৈরি থাকতে পারে।এ সময়টাতে সিলেট অঞ্চলের কোনো কোনো এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। আবার বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করেছে তারা।

শনিবার কানাইঘাটে বজ্রপাতে এক নৌকাচালক নিহত হয়েছেন। আর দিবাগত রাত সোয়া তিনটার দিকে অতি ভারী বৃষ্টিতে গোলাপগঞ্জে পাহাড় ধসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। তারা হলেন, লক্ষনাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামর আসিদ আলীর ছেলে রিয়াজ উদ্দিন, তার স্ত্রী রহিমা বেগম ও তাদের দুই সন্তান সামিয়া (১৪) ও আলী আব্বাস (৯)। তাদের বাড়ি ছিল এক পাহাড়ের পাদদেশে। দুর্ঘটনার সময় তারা ঘুমিয়েছিলেন।

এরপর গোলাপগঞ্জসহ সিলেট অঞ্চলের পাহাড় টিলার পাদদেশে বসোবাসকারীদের সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code