প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ইসকনের রথযাত্রা শুক্রবার, প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ০১:০০ অপরাহ্ণ
সিলেটে ইসকনের রথযাত্রা শুক্রবার, প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আগামীকাল শুক্রবার (২৭ জুন) সিলেট ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে মন্দিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Manual6 Ad Code

ইসকন সিলেট মন্দির সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় রথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রথযাত্রার নির্ধারিত রুট হচ্ছে ইসকন মন্দির, রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার হয়ে পুনরায় রিকাবীবাজার হয়ে মন্দিরে ফিরে আসবে।

উৎসব সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে ইসকন কর্তৃপক্ষ একাধিক মতবিনিময় সভা করেছে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। থাকবে পর্যাপ্ত পুলিশ, ট্রাফিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবক বাহিনী।

Manual2 Ad Code

ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সম্প্রীতি এবং সর্বজনীনতার এক মহোৎসব। ইসকন সিলেট মন্দির থেকে প্রতিবছরের মতো এবারও জগন্নাথদেবের রথযাত্রা আয়োজনে আমরা প্রস্তুত। তিনি জানান, সকাল ৮টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে শুভ রথযাত্রা শুরু হবে, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। বিকেলে শুরু হবে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। ৯ দিন পর পালিত হবে উল্টো রথযাত্রা।

শান্তিপূর্ণ, ধর্মীয় সৌহার্দ্য ও ভক্তিভরে উৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন ইসকন নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code