প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৫, ০১:৩১ অপরাহ্ণ
সিলেটে সাড়ে ৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিশাল চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একাধিক বিওপি দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করে।

Manual7 Ad Code

অভিযান পরিচালিত হয় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুর সীমান্ত এলাকায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, ক্লপ-জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনকারী নৌকা।

Manual8 Ad Code

এছাড়া সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে তামাবিল-সিলেট মহাসড়কের ফতেপুর, হরিপুর ও রাধানগর, জাফলং এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি গোডাউনে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী ট্রাকে করে পাচারকালে আটক করা হয়।

Manual1 Ad Code

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আনুমানিক সিজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। এই চোরাচালানবিরোধী অভিযানের বিষয়ে এক প্রেস ব্রিফিং-এ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিস্তারিত তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।

তিনি বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবি সর্বাত্মক অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।”

Manual1 Ad Code

তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code