প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পরিবহন ধর্মঘটের মুখে সিলেটবাসী

editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ণ
পরিবহন ধর্মঘটের মুখে সিলেটবাসী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পণ্য পরিবহন ধর্মঘটের মুখে পড়েছেন সিলেটবাসী। শনিবার সকাল ৬টা থেকেই শুরু হচ্ছে অনির্দিষ্টকালের কর্মসূচি। সিলেট জেলাজুড়ে এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিলেটের পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

সিলেটের বন্ধ পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার কোনো পাত্তাই দিচ্ছেন না। এমনকি ঠিকমতো আলাপ আলোচনার খবরও আসছেনা।

এ অবস্থায় সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সিলেট সফরে এসে ঘোষণা দেন সিলেটের আর কোনো পাথর কোয়ারি খোলার অনুমতি দেওযা হবেনা। এতে ফুঁসে উঠেন পাথরখাত সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিম ও শ্রমিকপক্ষ। তারা লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

Manual1 Ad Code

তারই ধারাবাহিকতায় গত শনিবার (৩০ জুন) সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার কর্মবিরতি, পরের ৪৮ ঘন্টা তারা পণ্য পরিবহণ ধর্মঘট পালন করেন। এরপর কর্মসূচি ছিল সব ধরনের পরিবহন ধর্মঘটের।

তবে বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর ও জনসভাকে কেন্দ্র করে (৭ জুলাই) তারা তা স্থগিত করলেও পণ্য পরিবহন ধর্মঘট চলবে অনিদিষ্টকাল ধরে। তা শুরু হচ্ছে শনিবার সকাল ৬টা থেকে।

Manual2 Ad Code

এ কর্মসূচিতে সিলেটের পরিবহন সেক্টরের সাথে জড়িত সব সংগঠনের নেতাকর্মীর সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবের সফরকে কেন্দ্র করে এবং তার সম্মানে আমরা গণ পরিবহন ধর্মঘট পিছিয়েছি। তবে আর পণ্য পরিবহন ধর্মঘট দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

Manual5 Ad Code

এদিকে সিলেটের পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্যপরিষদ নেতা শাব্বির আহমদ ফয়েজ জানান, তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। সাফল্যের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code