প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটসহ সারাদেশ একদিনে গ্রেফতার দেড় হাজার

editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ণ
সিলেটসহ সারাদেশ একদিনে গ্রেফতার দেড় হাজার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার করা হয়েছে আরও ১ হাজার ৪৮৭ জনকে। শুক্রবার (৪ জুলাই) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে ১ হাজার ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৫ জন এবং অন্যান্য অভিযোগে আরও ৪৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

এছাড়া অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ৭ দশমিক ৬২ মিলিমিটার চায়না এসএমজি, এক নলা বন্দুক, রিভলবার, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এসএমজির ৩০টি খালি খোসা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার, দা, স্টিলের কিরিচ এবং লোহার সাইকেল চেইন ইত্যাদি।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code