প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে জব্দ পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য

editor
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
সিলেট সীমান্তে জব্দ পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিজিবির অভিযানে পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

Manual6 Ad Code

রোববার (১৫ ডিসেম্বর) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, কালাইরাগ, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, বিছনাকান্দি ডিবিরহাওর, উৎমা, লবিয়া বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৫ লক্ষ ৬১ হাজার ৩২০ টাকা।

Manual5 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান, জব্দ মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code