প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৬ হিজরি

শিবেরবাজার থেকে দুইজনকে ধরল পুলিশ

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ
শিবেরবাজার থেকে দুইজনকে ধরল পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকা থেকে মাদক সহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাতে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ২নং হাটখোলা ইউপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

আটক দু্ইজন হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার দোহালিয়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. জাহিদ ইসলাম (২১) ও বগুড়া জেলার কাহালু থানার কুসলীহার গ্রামের মোঃ রাজু পাং এর ছেলে নয়ন পাং (২২)।

পুলিশ জানায়, সোমবার রাতে ৯টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার ২নং হাটখোলা ইউপি এলাকা একটি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদসহ জাহিদ ও নয়নকে আটক করা হয়।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে জালালাবাদ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার মাধ্যমে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!