প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সিলেটে মাদক সহ র‍্যাবের জালে যুবক

editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
সিলেটে মাদক সহ র‍্যাবের জালে যুবক

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকা থাকে ৪শ ৩৫ বোতাল বিদেশী মদসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

সোমবার (২০ জানুয়ারি) জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আমির হোসেন (৩৯)। তিনি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মনুয়া গ্রামের মো. সেকান্দারের ছেলে।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!