প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আ.লীগকে নিষিদ্ধ না করার হীন প্রচেষ্টা হচ্ছে : সিলেটে মুখপাত্র সামান্তা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
আ.লীগকে নিষিদ্ধ না করার হীন প্রচেষ্টা হচ্ছে : সিলেটে মুখপাত্র সামান্তা

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, জুলাই আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে মৌখিক ভাবে নিষিদ্ধ করলে হবে না। রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক কমিটি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। শুধু তাই নয় গণহত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই জড়িত তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সামান্তা শারমিন বলেন, অনেক দল সংস্কার-নির্বাচন নিয়ে নানা কথা বলছে। সংস্কার-বিচার ও নির্বাচন মুখোমুখি করা ঠিক না। জাতীয় নাগরিক কমিটির প্রধান লক্ষ্য নির্বাচন নয়, গণহত্যার বিচারের হওয়া।

জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ প্রসঙ্গে মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দেশে একনো ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার হীন প্রচেষ্টা হচ্ছে।

Sharing is caring!