
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের আরেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে র্যাব গ্রেফতার করেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ জেলার দোয়ারবাজার থানার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে মো. নুর উদ্দিন আহম্মদ (৫৫) নামের ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।
মো. নুর উদ্দিন আহম্মদ নরসিংহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দোয়ারাবাজার থানার কালাপশি গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে।
তাঁর বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
Sharing is caring!