প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে স্মরণকালের স্বচ্ছ প্রক্রিয়ায় হাট-বাজার ইজারা

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৯:০৩ অপরাহ্ণ
বিয়ানীবাজারে স্মরণকালের স্বচ্ছ প্রক্রিয়ায় হাট-বাজার ইজারা

Manual7 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

 

স্মরণকালের স্বচ্ছ প্রক্রিয়ায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আওতাধীন বেশ কয়েকটি হাট-বাজার ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রকাশ্যে ইজারা বাক্স খুলে সর্বোচ্চ দরদাতাকে হাট-বাজারের ইজারা দেয়া হয়। এতে ইজারাপ্রাপ্তরা যেমন খুশী হয়েছেন ঠিক তেমনি যারা ইজারা পাননি তারাও কোন অভিযোগ করতে পারেননি।

 

Manual7 Ad Code

জানা যায়, মঙ্গলবার বেলা ১টায় ইজারা প্রক্রিয়ার আবেদন জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হলে বিকাল ৩টায় উপস্থিত সবার সামনে টেন্ডার বাক্স খোলা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্নাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাট-বাজার ইজারা নিতে এবার কোন সিন্ডিকেটকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে ২-১টি বাজারে ইজারা মূল্য তুলনামুলক কম হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলা প্রশাসন কর্তৃক রামদা বাজার, চারখাই বাজার, দুবাগ বাজার, বারইগ্রাম বাজারসহ অন্যান্য ছোট হাট-বাজারগুলোও ইজারা দেয়া হয়। এতে গতবারের দামের সাথে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ দরদাতা হাট-বাজার ইজারা পান। উপজেলার বেশ কয়েকটি বাজারের ইজারার আয় স্থানীয় মসজিদ-মদ্রাসায় ব্যয় হয়।

Manual6 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না বলেন, ইজারা প্রক্রিয়া প্রতিযোগিতামূলক হয়েছে। শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়া হয়েছে, দরপত্র সবার জন্য উন্মুক্ত।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code