প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় কসমেটিকস আটক করেছে পুলিশ

editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় কসমেটিকস আটক করেছে পুলিশ

Manual3 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

বিয়ানীবাজারের চারখাই এলাকা থেকে আড়াই কোটি টাকা মুল্যমানের ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পাথর বোঝাই ট্রাকে করে ওই পণ্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানায়। আটককরা কসমেটিকস পণ্য কথিত সৌন্দর্যবর্ধণ ক্রীম বলে বিক্রি করা হয়।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে সীমান্তঘেঁষা জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা থেকে পাথরের আড়ালে ট্রাকভর্তি ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে চারখাই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে পাথর ও অবৈধ কসমেটিকস বোঝাই ট্রাকটি (নং-বগুড়া-ট ১১-২৩৬৯) কসকটখা-লালপুর সেতুর উপর আসার পর পুলিশী চ্যালেঞ্জের মুখে পড়ে। পুলিশ ওই ট্রাকটি আটক করে চারখাই ক্যাম্পে নিয়ে আসে। সেখানে তল্লাশিকালে ৭৪ কার্টুন স্কিনশাইন ক্রীম ও ২৮ কার্টুন আল্ট্রাব্রাইট কথিত স্যেন্দর্যবর্ধন ক্রীম পাওয়া যায়। সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে এসব কসমেটিকস পণ্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।

 

Manual1 Ad Code

অভিযানে নেতৃত্ব দেয়া চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন জানান, আটক কসমেটিকস পণ্যের বাজার মূল্য ২ কোটি ৪৩ লক্ষ ৮৪ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান এবং অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামানের তদারকিতে এসব পণ্য আটক করা হয়। অবৈধ পণ্য পরিবহনের দায়ে ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ সময় কানাইঘাটের সাতপারি গ্রামের সাইনুল হকের ছেলে জাহেদ আহমদ (২৪) ও মইন উদ্দিনের ছেলে হাসান ইমরান (২০)-কে গ্রেফতার করা হয়।

 

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় কসমেটিকস অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ এসব পণ্য আটক করার পাশাপাশি গ্রেফতার দুইজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code